ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৫ দিনেও মামলা রেকর্ড না হওয়ায় আদালতে লিমনের মায়ের অভিযোগ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
১৫ দিনেও মামলা রেকর্ড না হওয়ায় আদালতে লিমনের মায়ের অভিযোগ

ঝালকাঠি: আদালতের নির্দেশের পর ১৫ দিন অতিবাহিত হলেও কলেজ ছাত্র লিমন হোসেনকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেনি রাজাপুর থানা পুলিশ। এ ঘটনায় আজ (রোববার) আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন লিমনের মা হেনোয়ারা বেগম।



লিমনের মায়ের পক্ষে অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট নাসিমুল হাসান।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১০ এপ্রিল হেনোয়ারা বেগম বাদী হয়ে বরিশাল র‌্যাব-৮ এর উপ-সহকারি পরিচালক লুৎফর রহমানসহ ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন।

আদালতের হাকিম নুসরাত জাহান অভিযোগের শুনানি শেষে রাজাপুর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। কিন্তু আদালতের এ আদেশ ১০ এপ্রিল সন্ধ্যায় রাজাপুর থানায় পৌঁছানোর পর ১৫ দিন অতিবাহিত হলেও অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

এ অবস্থায় পুনরায় লিমনের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক নুসরাত জাহান অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য রেখে দেন।
 
লিমনের মায়ের আইনজীবী নাসিমুল হাসান বাংলানিউজকে বলেন, ‘আশা করি আজ বিকেলে বিচারক এ বিষয়ে আদেশ দেবেন। ’

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।