ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় লঞ্চডুবি

উদ্ধারকারী এমভি রুস্তম পৌঁছালো সাড়ে ২১ ঘণ্টা পর

ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুশ’ যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চে উদ্ধার কাজ চালাতে দুর্ঘটনার সাড়ে ২১ ঘণ্টা পর ঢাকা থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এম ভি রুস্তম।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজটি।

তবে দুর্ঘটনা স্থলে পৌঁছলেও রাত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি এমভি রুস্তম।

সকাল ৭ টা থেকে উদ্ধার কাজ শুরু হবে বাংলানিউজকে নিশ্চিত করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

সেইসঙ্গে তিনি আরও জানান,  উদ্ধার কাজের অগ্রগতি দেখতে শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত একটার দিকে যাত্রীবাহী ওই লঞ্চটি ডুবে যায়। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধার হয়েছে ২৮ যাত্রীর লাশ।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।