ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবশেষে সেই লাশগুলোর সৎকার হচ্ছে...

মামুনুর রশীদ খোকা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
অবশেষে সেই লাশগুলোর সৎকার হচ্ছে...

মুন্সীগঞ্জ: অবশেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পড়ে থাকা সেই লাশগুলো সৎকারের উদ্যোগ নেওয়া হয়েছে। এক জাপান প্রবাসীর আর্থিক সহযোগিতায় পড়ে থাকা ৮ লাশের সৎকার করা হচ্ছে।



মুন্সীগঞ্জ পৌরসভার তত্ববধানে শুক্রবার সকালে কাটাখালী কবরস্থানে ওই লাশের সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ১৯ ও ২০ এপ্রিল বাংলানিউজে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোড়ন সৃষ্টি করলেও জেলা প্রশাসন, পৌরসভা বা আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশগুলোর সৎকারে এগিয়ে আসেনি।

প্রশাসনের পক্ষ থেকে লাশগুলোর সৎকারে কোনো উদ্যোগ না নেওয়া হলেও বিষয়টি নাড়া দেয় শহরের মাঠপাড়া এলাকার বাসিন্দা জাপান প্রবাসী মোখলেছুর রহমান অঞ্জুকে। তার আর্থিক সহযোগিতায় পড়ে থাকা ৮ লাশের সৎকার করা হচ্ছে।

পৌরসভার কর্মকর্তা বাদল রহমান জানান, মর্গে পড়ে থাকা লাশগুলোর জন্য বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংবাদকর্মীর মাধ্যমে অঞ্জুর পাঠানো প্রয়োজনীয় অর্থ পৌর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ পৌরসভা শুক্রবার সকাল ১০টায় মর্গের ওই লাশ সৎকারের প্রস্তুতি নিয়েছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad