ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাইজদীতে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

নোয়াখালী:  জেলা শহরের মাইজদীর হরিণারায়ণপুরে আমেনা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ১০টায় পারিবারিক কলহের জের ধরে স্বামী জয়নাল আবেদিন, শাশুড়ি মাহমুদা ও ননদ মুন মিলে আমেনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশ ধারণা করছে।



নিহত আমেনা নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে।
পুলিশ জানায়, আমেনার স্বামী জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে শাশুড়ি মাহমুদা ও ননদ মুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।  

সদর থানার শহর উপ পরিদর্শক (টিএসআই) রফিক উদ্দিন জানান, নিহত আমেনার স্বামী, শাশুড়ি ও ননদ ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রচার করে। কিন্তু আমেনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ওড়না পেচিয়ে স্বাসরোধ করে আমেনাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টিএসআই রফিক জানান, রাত ১১টায় আমেনার লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময় : ০৩০১ ঘন্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।