ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামায়াতের চার নেতার জামিন আবেদন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
জামায়াতের চার নেতার জামিন আবেদন নাকচ

ঢাকা: ৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার জামিন আবেদন নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

তবে আদালত তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে ব্যবস্থা নিতে বলেছেন জেল কর্তৃপক্ষকে।

প্রয়োজনে জেলের বাইরে  যেকোনো হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তবে বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে হলে নিজ খরচে তা করতে হবে বলে আদালত জানিয়েছেন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ Zv‡`i Rvwgb Av‡e`b bvKP K‡i দেb|

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

সকাল ১০টায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে।

এর আগে বুধবার ’৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘন্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।