ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

ঢাকা: রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে জামান খন্দকার (৩০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানাধীন পোস্টঅফিস গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত জামান ওই গলির ৯৬৮ নং বাসায় বাস করেন। ঘটনার সময় তিনি তার বাসার পাশে  চাচাতো ভাই সোহেলের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় একই এলাকার সন্ত্রাসী চঞ্চল ও কনকসহ কয়েকজন সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রস্ট হয়ে জামান খন্দকারের গায়ে লাগে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে বাড্ডা থানার উপপরিদর্শক আবিদুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।