ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবার মৃত্যু : পিন্টুর প্যারোলে মুক্তির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

গাজীপুর: বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছেন বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু। বুধবার বিকেল ৫টার দিকে আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।



তবে ওই শাখা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পরে যোগাযোগ করতে বলা হয়েছে  বলে বাংলানিউজকে জানিয়েছেন পিন্টুর আইনজীবী মুহম্মদ রফিকুল ইসলাম খান । স্বরাষ্ট্র সচিব আবেদন পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম খান জানান, বুধবার  বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের জিঞ্জিরার বাসায় বার্ধক্যজনিত কারনে মারা যান পিন্টুর বাবা মো: নিজামউদ্দিন।

বৃহস্পতিবার বাদ জোহর জিঞ্জিরায় এবং বাদ আসর হাজারিবাগে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

বিডিআর বিদ্রোহ মামলাসহ তিনটি মামলার আসামি পিন্টু ২০০৯ সালের ১১ জুন থেকে  গাজীপুরের কাসিমপুর কারাগারে (পার্ট-ওয়ান) আটক রয়েছেন।  

সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, পিন্টুর বাবার মৃত্যুর খবর এবং তার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন জমা দেওয়ার বিষয়টি বিকেল ৫টার দিকে কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।