ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কড়াইলে ১০ ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

ঢাকা: রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে আগুনে ১০/১২টি টিনসেড ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে এবং সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

গুলশান থানার এএসআই মো. রায়হান বাংলানিউজকে জানান, অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
তবে বস্তির একটি ঘর থেকে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে তা পাশ্ববর্তী ১০/১২টি ঘরে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকল সদর দপ্তর এবং বনানী ফায়ার  স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।