ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০২১ সালের মধ্যে দারিদ্যমুক্ত বাংলাদেশ গড়া হবে: তথ্যমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঢাকা: তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।

এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।



বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ‘তথ্য কেন্দ্র’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তথ্য-প্রযুক্তি ব্যবহারে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছে। এরই মঝে দেশের ৪ হাজার ৫০১ টি ইউনিয়নে তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত করা হয়েছে। এগুলো ব্যবহারের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। ’

নতুন প্রজন্মকে তথ্য ও প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ তথ্য কেন্দ্র অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। ’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এ তথ্য কেন্দ্রটি সরকারের তথ্য অধিকার আইন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে। ’

বর্তমান যুগকে তথ্য-প্রযুক্তির যুগ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে এ তথ্য-প্রযুক্তি থেকে পিছিয়ে থাকা চলবে না। ’

তিনি আরও বলেন, ‘এখন সাংবাদিকদের আর কোনও তথ্যের জন্য দুর্ভোগ পোহাতে হবে না। এ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা যাবতীয় তথ্য প্রদান করতে পারবেন। ’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মিজানুর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যপক আকতারুজ্জামান, প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান, সহকারী প্রক্টর অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এক কক্ষ বিশিষ্ট এ তথ্য কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।