ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাবিপ্রবিতে নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

সিলেট: প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে শাবিপ্রবি আবাসিক ছাত্রীদের উদ্যোগে কেন্দ্রিয় লাইব্রেরি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধন কর্মসূচিতে আবাসিক ছাত্রীরা ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জায়েদা শারমীনসহ অনাবাসিক ছাত্রীরাও অংশ নেন।

এ কর্মসূচির মাধ্যমে মৌলবাদীদের চাপ উপেক্ষা করে সরকারকে দ্রুত নারী নীতিমালা বস্তবায়নের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।