ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪০ তম বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪০তম বার্ষিকী পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ।

এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় অংশ নেন, সহকারী কমান্ডার শামসুল হক, সাইদুর রহমান, মোসলেম আবু শফী ও উপজেলা কমান্ডার এমও গণি প্রমুখ।

সভা শেষে দুপুর ১২টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা জানান, ১৯৭১ সালের ২০ এপ্রিল টাঙ্গাইলের সখীপুরের ১০জন ছাত্র আনুষ্ঠানিকভাবে মুক্তিবাহিনীর স্থানীয় ইউনিট গঠন করা হয়। ওই বছরের ১৩ মে কাদের সিদ্দিকী সখীপুরে আগমন করলে সখীপুরের মুক্তিযোদ্ধাদের ওই গ্রুপটি কাদেরিয়া বাহিনীর সঙ্গে মিলে যায়।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও সখীপুরের মুক্তিবাহিনী সংগঠক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান বাংলানিউজকে বলেন, ‘আমরা ১০ জন ছাত্র ১৯৭১ সালের ২০ এপ্রিল সখীপুরে মুক্তিবাহিনী গঠন করে অস্ত্র সংগ্রহ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।