ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

দোহা রাউন্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের শুল্ক কমবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঢাকা: দোহা রাউন্ড আলোচনার সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক কমে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলেনি।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।



তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কহার কমানোর কোনে পরিকল্পনা আপাতত নেই। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোহা রাউন্ড আলোচনার সিদ্ধান্তের ওপর আমরা অঙ্গীকারবদ্ধ। ’

তিনি বলেন, ‘বাণিজ্য বিষয়ক দোহা রাউন্ড কার্যকর হলে শুল্ক কমে যাবে। ’

ডিলেনি বলেন, ‘দোহা রাউন্ড কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ’

ডিলেনি আরও বলেন, ‘টিফা বা এর বিকল্প ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। ’

মাইকেল ডিলেনি ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। তার দায়িত্বের মধ্যে রয়েছে ইরাকসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন- ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য উন্নয়ন করা।

আফগানিস্তান ও পাকিস্তানের কয়েকটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক সম্ভাবনাময় এলাকা’ (রিজিওনাল অপরচুনিটি জোন্স-আরওজেড) তৈরির প্রস্তাবসহ আরও অনেক বাণিজ্যিক উদ্যোগ তার দায়িত্বের অন্তর্ভুক্ত।  

এর আগে ডিলেনি আফগানিস্তানের কান্দাহারে ‘ন্যাটো দক্ষিণাঞ্চলীয় কমান্ড’-এ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।