ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে বোমা বিস্ফোরনে নিহত ১

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা সদরের সুয়ালক ইউনিয়নের কাইছতলি এলাকায় বুধবার বিকালে বোমা বিস্ফোরনে ১জন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে সুয়ালক ইউনিয়নের কাইছতলি এলাকায় সেনা বাহিনীর ফায়ারিং রেঞ্জের পরিত্যক্ত একটি বোমা বিস্ফোরণে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন।

তিনি সেখানে প্রতিদিনের মতো গরু চড়ানোর জন্য গিয়েছিলেন বলে জানা গেছে।

বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে বলেন, ‘বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে আমাকে স্থানীয়রা নিশ্চিত করেছেন। ’

গত মাসে একই এলাকায় সেনা বাহিনীর প্রশিক্ষণকালে ছোড়া কামানের একটি গোলা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়লে বিদ্যালয়টি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। তবে ছুটির দিন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কোনও প্রাণহানি ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad