ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধান বিচারপতি খায়রুল হকের হাসপাতাল ত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা ও জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
প্রধান বিচারপতি খায়রুল হকের হাসপাতাল ত্যাগ

খুলনা : প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বুধবার আবু নাসের হাসপাতালে প্রায় ৫ ঘণ্টা চিকিৎসা শেষে রাত ১০টা ১০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেছেন।

বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।



বুধবার বিকেল পৌনে ৬টায় প্রধান বিচারপতি আকস্মিক অসুস্থ হয়ে আবু নাসের হাসপাতালে ভর্তি হন।

শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মনি মোহন সাহা বাংলানিউজকে জানান, প্রধান বিচারপতি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এখানে আনার পর তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রাত ৯টায় সর্বশেষ ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন হাসপাতালের কাড্রিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক  ডা. মিজানুর রহমান ।

সব পরীক্ষা শেষে দেখা গেছে, প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। তবে এখন সম্পূর্ন শঙ্কামুক্ত।

তিনি দোতলার ভিআইপি কেবিন থেকে পায়ে হেটে নিচ তলায় এসে গাড়িতে ওঠেন।

খুলনা জেলা প্রশাসক জমসের আহম্মাদ খন্দকার বাংলানিউজকে জানান, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক খুলনা সার্কিট হাউজে উঠেছেন।

তিনি  তিনদিনের সফরে মঙ্গলবার খুলনায় আসেন ।

ওইদিন রাতে তাঁকে খুলনা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সফরসুচি অনুযায়ী বুধবার সকালে তিনি মংলায় যান।

সফরসূচি অনুযায়ি বৃহস্পতিবার জেলার পাইকগাছা উপজেলা সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর ।

বাংলাদেশ সময় : ০২৫১ ঘন্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad