ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বুধবার সকালে বিজিবি-বিএসএফ- এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার ইউসুফ আলী বাংলানিউজকে জানান, জামালপুর সীমান্তের ১৫৩-৪ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষে নেতৃত্ব দেন ৩২ রাইফেলস্ ব্যাটালিয়নের অধীন জামালপুর ক্যাম্পের অধিনায়ক হাবিলদার লোকমান হোসেন।

ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৯০ বিএসএফ কমান্ড্যান্টের অধিন নাসিরাপাড়া ক্যাম্পের অধিনায়ক সাব-ইন্সপেক্টর একে সিং।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় বাংলাদেশিদের দেখামাত্র গুলি না করা, সীমান্ত সংলগ্ন এলাকায় উভয় দেশের আবাদী জমির ফসল রক্ষাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।

পতাকা বৈঠক চলার সময় উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।