ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঠ্যবইয়ে ‘তথ্য অধিকার আইন’ অধ্যায় সংযোজন প্রয়োজন : প্রধান তথ্য কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

সিলেট: স্কুলের পাঠ্যবইয়ে তথ্য অধিকার আইন সম্পর্কে অধ্যায় সংযোজন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।

তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য তথ্য অধিকার আইনের ব্যাপক বাস্তবায়ন প্রয়োজন।

স্কুলের পাঠ্যবইয়ে তথ্য অধিকার আইন সম্পর্কে অধ্যায় সংযোজন প্রয়োজন। ’

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জমির আরও বলেন, ‘এখনও জনগণের জানা নেই, তথ্য জানার অধিকার তার আছে। দেশে নিন্ম মাধ্যমিক শ্রেণীতে যে ৫০ লাখ শিশু পড়ছে তাদের কাছে বিষয়টি সহজ করে উপস্থাপতি হলে এর প্রচার বাড়বে। ’

সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন মিয়া, সিলেট মেট্রোপলিট পুলিশ কমিশনার অমূল্য ভুষণ বড়ুয়া ও জেলা প্রশাসক আবু সৈয়দ মোহম্মাদ হাশিম।

সভায় বক্তারা তথ্য জানার অধিকার সবার আছে উল্লেখ করে সুশীল সমাজের প্রতি তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচারের আহবান জানান।

বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ