ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেন লাইনচ্যুত, ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর রুটে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও নওগাঁ জেলার সঙ্গে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও থেকে সান্তাহারগামী যাত্রীবাহী ৮ ডাউন লোকাল ট্রেনটি পীরগঞ্জের ভোমরাদহ স্টেশনের উত্তরে আসার পর এর ইঞ্জিন ও ১টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে প্রকৌশল বিভাগ ঠাকুরগাঁওয়ের সহকারী প্রকৌশলী মোতাহার হোসেন বাংলানিউজকে বলেন, ‘ইঞ্জিন উদ্ধারের জন্য লালমনিরহাটে খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেন এলে আজ (বুধবার) রাতেই উদ্ধার কাজ শেষ হবে। ’

তিনি জানান, বৃহস্পতিবার থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

এদিকে বুধবার ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার কারণে জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ঠাকুরগাঁও জেলার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বাংলাদেশ সময়: ১৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।