ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মালিকরা গণমাধ্যমগুলোকে স্বাধীনতা দেয় না : স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঢাকা : মালিকরা গণমাধ্যমগুলোকে স্বাধীনতা দেয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।

তিনি বলেন, ‘গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে না।

সরকার তাদের স্বাধীনতা দিয়েছে কিন্তু মালিকরা গণমাধ্যমগুলোকে স্বাধীনতা দেয় না। মালিকরা যেমন চায় তেমনভাবে সংবাদ ছাপা হয়। একই সংবাদ বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে ছাপা হয়। তবে এই সীমাবদ্ধতার মধ্যেও তরুণ সাংবাদিকদের প্রশংসা করতে হয়। তরুণ উদ্যোক্তাদেরও। তারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ’

তিনি আরও বলেন, ‘জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মিডিয়ার ভূমিকা ৯০ ভাগ। মিডিয়া সমালোচনা করবে এটাই স্বাভাবিক। কিন্তু তাদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। ’

বুধবার রাজধানীর ব্রাক সেন্টারে ‘নার্সিংসেবা ও শিক্ষার সমস্যা এবং উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি।

সভাপতি করেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের পরিচালক আহম্মেদ আল কবির।

বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।