ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাইম স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার দাবি

গাজীপুরে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

গাজীপুর: টাইম স্কেল স্থগিতাদেশ প্রত্যাহারসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের গাজীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
সম্মানজনক বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসবভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক প্রবৃদ্ধি, অনুপাত প্রথা বাতিলসহ বিভিন্ন দাবিতে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসন চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় ফ্রন্টের গাজীপুর শাখার আহ্বায়ক ও পিয়ার আলী কলেজের অধ্যক্ষ মো. আবুল খায়ের, মো. আমজাদ হোসেন, সামশুল আরেফিন ভুইয়া, মো. মুজিবুর রহমাস, মোহসীন মোহাম্মদ, মাহমুদুল হক, এহসান উল্যাহ প্রমুখ ওই কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।