ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

নারায়ণগঞ্জ : আবাসিক গ্যাস সংযোগ পুনরায় দ্রুত চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জের তিতাস গ্যাস ঠিকাদাররা।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তিতাস গ্যাস ঠিকাদার ও প্রতিনিধি কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যানারে শতাধিক ঠিকাদার এসব কর্মসূচি পালন করে।



ঠিকাদারারা গ্যাস সম্পদ নিয়ে জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক এলাহী ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন। ঠিকাদাররা দ্রুত গ্যাস সংযোগের অনুমতি দেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

বক্তারা আরো বলেন, সব ধরনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় সাধারণ ঠিকাদারদের না খেয়ে মড়ার উপক্রম হয়েছে।

তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা ক্ষুধার্ত আমাদের বাঁচান! আমাদের দাবি শুধু একটাই- আমরা গ্যাস চাই।

তিতাস গ্যাস ঠিকাদার ও প্রতিনিধি কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহ আলম টিপুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইব্রাহীম মামুন, সহ-সাধারণ সম্পাদক এএফ তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম ভূইয়া, বাদল হোসেন, পারভেজ আলম, এহসান আহম্মেদ, আব্দুর রহমান সেলিম প্রমুখ।

এর আগে দুপুর ১টায় প্রেসক্লাবের সামনে থেকে ঠিকাদারদের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।                                                                                     

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।