ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘প্রয়াস’ পরিদর্শন করলেন শ্রীলঙ্কার ফার্স্ট লেডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১
‘প্রয়াস’ পরিদর্শন করলেন শ্রীলঙ্কার ফার্স্ট লেডি

ঢাকা: সফররত শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ফার্স্ট লেডিকে প্রয়াসের পক্ষ থেকে এর কার্যক্রম সম্পর্কে জানানো হয়।



এ সময় শিরান্থি প্রয়াসের শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জেনে নেন।

এছাড়া তিনি শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শিরান্থি রাজাপাকসে প্রয়াসে এসে পৌঁছলে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনাপ্রধানের স্ত্রী বেগম সৈয়দা শরীফা মুবীন, পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং অধ্যক্ষ লে. কর্নেল মো. ফখরুল আহসান তাকে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের সব শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, স্পেশাল চাইল্ড স্পেমাল রাইটস’র মূল মন্ত্র নিয়ে ২০০৬ সালের ১৮ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘প্রয়াস’র কার্যক্রম শুরু হয়।

‘প্রয়াস’ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তাদের উপযোগী শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার লক্ষ্যে এর কার্যক্রম পরিচালনা করে থাকে।

দেশব্যাপী প্রয়াসের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম, যশোর ও বগুড়া সেনানিবাসে এর শাখা প্রতিষ্ঠিত হয়েছে।

এ প্রতিষ্ঠানে বর্তমানে ১৮৮ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে বেসামরিক পরিবারের শিক্ষার্থী রয়েছে ৪৬ শতাংশ।

এদিকে ফার্স্ট লেডি শিরান্থি এদিন রাজধানীর গুলশানের আড়ং ও বেইলি রোডের কয়েকটি শাড়ির দোকান ঘুরে দেখেন এবং কিছু কেনাকাটা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।