ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে ছাত্রলীগের বই বিতরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

ঢাকা: ঢাকা বিশ^বিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগ ‘শহীদ অধ্যাপক গিয়াস উদ্দিন স্মৃতি পাঠাগারে’ প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বই দিয়েছে। এছাড়াও শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।



মঙ্গলবার হল মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘শহীদ অধ্যাপক গিয়াস উদ্দিন স্মৃতি পাঠাগারে’ মূল্যবান এসব বই দেওয়া হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ছাত্রলীগের এ বই বিতরণ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের নিরক্ষরমুক্ত বাংলাদেশ ও দিনবদলের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম দেশকে সাফল্যের দিকে নিয়ে যাবে।
 
মুহসীন হল সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু, মুহসীন হলের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম প্রমুখ।

পরে প্রায় অর্ধশত পথ শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।