ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

দিনাজপুর: ভারতের ১৩তম বিধানসভা নির্বাচন  উপলক্ষ্যে ১ দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১ টায় হিলি বন্দরের কার্যক্রম ফের চালু হয়।


 
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীন হোসেন বাংলানিউজকে জানান, হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত ভারত থেকে ২৩টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। অপরদিকে বাংলাদেশি পণ্যবাহী ৮টি ট্রাক ভারতে প্রবেশ করে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল মঙ্গলবার ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত একটি পত্র বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যঅসোসিয়েশনের এসে পৌঁছায়। পত্রে জানানো হয় ‘ভারতের ১৩তম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ১৮ এপ্রিল দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।