ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

হবিগঞ্জ: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় মঙ্গলবার দুপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছে। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শাল্লার ছন্ডিদুইয়া বিলের একটি খাস জমিতে ধান কাটা নিয়ে ছাবু মিয়া ও তাহের আলীর লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।

আহত জাকির মিয়া (২০), শফিক মিয়া (৫০), আমির উদ্দিন (২৫), লাল মিয়া (৩০) ও কামাল মিয়াকে (২২) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জয়ফুল মিয়া (১৮), ছয়ফুল মিয়া (২৫), ছাবু মিয়া (৬৫), আমিনুল ইসলাম (৩০), সেলিম মিয়া (৩০) ও মোশাহিদ মিয়াকে (৪৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।