ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ভাষা সৈনিকদের সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কিশোরগঞ্জে ভাষা সৈনিকদের সংবর্ধনা

ঢাকা: কিশোরগঞ্জ জেলার প্রয়াত ও জীবিত ভাষা সৈনিকদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সংবর্ধিত প্রয়াত ভাষা সৈনিকদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান, সাবেক এমপি আশরাফুদ্দীন আহমদ, সাবেক এমপি একেএম শামছুল হক গোলাপ মিয়া, আবু তাহের খান পাঠান, কাজী আবদুল বারী, আনিছুর রহমান, মো. মহিউদ্দিন গোলাম মওলা, আমিনুল হক, কাজী ইছাহাক, অ্যাডভোকেট আবদুল মতিন, ইনছাব উদ্দিন আহামদ, সৈয়দ বদরুদ্দিন হুসাইন, সৈয়দ কমরুদ্দিন হুসাইন ও মহিউদ্দিন আহমেদ।

জীবিত ভাষা সৈনিকদের মধ্যে সংবর্ধিতরা হলেন-  ডা. এ. এ. মাজহারুল হক, অধ্যক্ষ আ.ফ.ম শামছুল হুদা, মিছির উদ্দিন আহমেদ ও মুহ. আবু সিদ্দীক।

জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদ উল্লাহ, অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।

বক্তারা একুশের চেতনায় স্বদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ.এ. মাজহারুল হক।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ