ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ৫ ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাগেরহাট: বঙ্গোপসাগরের বাগেরহাট উপকূলে ৫ টি মাছ ধরার ট্রলার ডুবে ২০ জন জেলে নিখোঁজ হয়েছেন। প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে সোমবার দুপুরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নারিকেলবাড়ি এলাকায় ইলিশ ধরার সময় এই  ট্রলার ডুবির ঘটনা ঘটে।



বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি প্রতিনিধিকে স্থানীয় জেলেরা জানান, সাগর উত্তাল থাকলেও এ সময়ে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তাই বিপদ উপেক্ষা করেও জেলেরা ইলিশের লোভে সাগরে ছুটছে।

কচিখালীর মৎস্য আড়ৎদার আলাউদ্দিন জানান, সোমবার দুপুরে নারকেলবাড়ি এলাকায় মাছ ধরার সময়ে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ৫ টি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারগুলোতে থাকা মোট ৫০ জনের মধ্যে সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সাহায্যে ৩০ জেলে উপকূলে ফিরে আসতে পারলেও ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

তবে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ৩ টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়েছে ।   ডুবে যাওয়া ট্রলার ৫টি বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার বলে জানা গেছে ।  

কোস্ট গার্ড মংলা পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, কোস্টগার্ড সদস্যরা খোঁজ খবর নিচ্ছে। উপকূলীয় এলাকায় টহলরত কোস্টগার্ড সদস্যরা অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।