ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পূর্ব গোড়ানে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: রাজধানীর পূর্ব গোড়ানে সোমবার সকালে গৃহবধূ কনিকা আক্তারের (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে পারিবারিক কোলহের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

মৃতের স্বামী পলাতক।

কনিকা স্বামী আবুল হোসেনের সঙ্গে পূর্ব গোড়ানের ২১ নং বাসায় ভাড়া থাকতেন। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

খিঁলগাও থানার ওসি মো. নাজিমুদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রাতের যে কোনো সময়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে মৃতের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই।

পারিবারিক কোলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।

নিহতের বাবা আজগর আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গত তিন মাস আগে কনিকার স্বামী আবুল হোসেন সৌদিআরব থেকে প্রায় নিঃস্ব অবস্থায় দেশে আসেন। এপর প্রায়ই স্ত্রীর সঙ্গে স্বামীর কথাকাটাকাটি হতো।

তবে কী কারণে কনিকাকে হত্যা করা হলো এ বিষয়ে মৃতের বাবা কিছুই জানাতে পারেননি।

তিনি আরো বলেন, ‘এক মাস আগে আবুল হোসেন ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা ধার চেয়েছিল। আমি বলেছিলাম অপেক্ষা করো টাকার ব্যবস্থা হলেই দেব।

এব্যাপারে আজগর আলী বাদী হয়ে খিঁলগাও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ