ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অশ্লীল ছবি প্রদর্শন ও পাইরেসি বন্ধে ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: অশ্লীল ছবি প্রদর্শন ও পাইরেসি বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি এ নির্দেশ দেন।



সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলসহ বিভিন্ন মাধ্যমে অশ্লীল ছবি প্রদর্শন ও পাইরেসি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যুব সমাজের উন্নয়নে খেলার মাঠসহ পর্যাপ্ত পাঠাগার স্থাপন এবং সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতœতত্ত্ব সম্পদগুলো সংরক্ষণেও তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ’

মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা তথ্য অধিকার আইন প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি আইন অনুযায়ী জনগণকে তথ্য সরবরাহ করতে তাদের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে তথ্য কমিশনের সহায়তা নেওয়ার পরামর্শও দেন তিনি।

এদিকে, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক নিবাস সোনারগাঁওয়ের বারদি গ্রামে একটি পাঠাগার ও রেস্টহাউজ নির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা স্মরণ করিয়ে  দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

তিনি অধিবেশনে জানান, ‘এ বিষয়ে একাধিক বৈঠক হলেও প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। ’

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ