ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, গাড়ি ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালায় সোমবার পোশাক কর্মীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করা হয়েছে।

সকালে বাস চাপায় পোশাক শ্রমিক আব্দুর রউফের (৩৫) মৃত্যু হয়।

তিনি স্থানীয় স্ট্যান্ডার্ড সোয়েটার কারখানার লাইন চিফ পদে কাজ করতেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুরের কুদবান্দী গ্রামের মৃত মোকতাল মাষ্টারের ছেলে।

এ ঘটনায় কারখানার উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বেশ ক’টি গাড়ি ভাংচুর করে।

কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসান আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আব্দুর রউফ সাইকেলে করে সকাল সাড়ে ছয়টার দিকে অফিসে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (গাজীপুর জ-০৪-০৩৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর উপরে উঠে যায়। পরে বাসটিও উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল রউফ নিহত হন। এসময় ১০ বাসযাত্রীও আহত হন।

সহকর্মীর মৃত্যু খবর পেয়ে স্ট্যান্ডার্ড সোয়েটার কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় সাতটি গাড়ির কাচ ভাংচুর করে।

এসময় ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচলে বিঘœ ঘটে।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সকাল সাতটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।


এব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।