ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তথ্য ও প্রযুক্তি আইনের ৪৬ ও ৫৭ ধারা কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: তথ্য ও প্রযুক্তি আইনের ৪৬ ও ৫৭ ধারা কেনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে সরকারের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ইমান আলী ও বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসানের বেঞ্চ এই আদেশ দেন।



আইনটির ওই দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ জুন আরাফাত হোসেন খান, আতাউল আল ওসমান ও রোকেয়া চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেন।

তথ্য ও প্রযুক্তি আইনের ৪৬ ধারায় বলা হয়েছে, প্রকাশিত কিছুতে (ওয়েবসাইট ও ইলেক্ট্রনিক মিডিয়া) রাষ্ট্রের নিরাপত্তা ও হুমকি স্বরূপ কিছু থাকলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) তা বন্ধ করার নির্দেশ দিতে পারবে। আর ৫৭ ধারায় রয়েছে, অশ্লীল ও মানহানিকর কিছু প্রকাশিত হলে সেটাও বন্ধ করতে পারবে বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।