ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিল-মালিকদের গাফিলতিতে আইনানুগ ব্যবস্থা নিন: জেলা প্রশাসকদের খাদ্যন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে গাফিলতি করলে মিল-মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ নির্দেশ দেন।



এ অধিবেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘ধান-চাল সংগ্রহের সময় মিল-মালিকদের বিরুদ্ধে গাফলতির অভিযোগ ওঠে। তাই জেলা প্রশাসকদের এ ব্যাপারে সতর্ক থাকা এবং প্রয়োজনে মিল-মালিকদের বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ’

এ সময় কাবিখা, টিআরসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়হীনতার অভিযোগ তোলেন সাংবাদিকরা।

এ প্রসঙ্গে ড. রাজ্জাক বলেন, ‘এসব কর্মসূচির জন্য নির্দিষ্ট কমিটি করে দেওয়া হবে, যাতে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা থাকে। ’

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। যথেষ্ট আমদানিও করা হয়েছে। এ মুহূর্তে খাদ্য সঙ্কটের কোনো কারণ নেই। ’

অধিবেশনে জেলা প্রশাসকরা বিভিন্ন জেলায় খাদ্য গুদাম সঙ্কটের কথা তুলে ধরেন এবং এ সমস্যা সমাধানে তারা মন্ত্রীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ চেয়েছেন বলে সাংবাদিকদের জানান খাদ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।