ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্পেকট্রামের নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

ঢাকা: স্পেকট্রাম সোয়েটার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভবন ধসে নিহত ৬৪ শ্রমিকের পরিবারকে দুই কোটি ৬৮ লাখ টাকা অনুদান দিয়েছে স্পেনের প্রতিষ্ঠান ইনডিটেক্স।

২০০৫ সালের ১১ জুলাই স্পেকট্রাম সোয়েটার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভবন ধসে ৬৪ শ্রমিক নিহত ও ১০ জন আহত হন।



শনিবার বিজিএমই’র সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্পেকট্রাম ভলানটারি রিলিফ  ফান্ড’- এর আওতায় এ অনুদান দেওয়া হয়।  

বিজিএমই’- এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিহতদের পরিবারগুলোর সদস্যদের মধ্যে বিভিন্ন অংকের আর্থিক অনুদানের চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

এর আগে এ তহবিলের আওতায় ২০০৮ সাল থেকে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ কোটির টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এদোয়ার্দো রোমেরো, ইনডিটেক্সের গ্লোবাল ডিরেক্টর ফিলিপ পোজা পেনা, আইটিজিএলডব্লিউএফ’র জেনারেল সেক্রেটারি পাট্রিক ইটশচার্ট, বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিলের (বিএনসি) সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।