bangla news

কলাপড়ায় বাস খাদে, নিহত ১, আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-১৬ ৯:০১:৩৪ এএম

কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

কলাপাড়া: কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

শনিবার বিকাল ৪ টার দিকে কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

কালাপাড়া থানার ওসি মো. ইসাহাক আলী জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী সম্রাট পরিবহনের বাসটি নাওভাঙ্গা নামক স্থানে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মুসা গাজী (৫০) নামে এক জন যাত্রী মারা যান। এসময় আরও ১২জন যাত্রী আহত হয়।

পুলিশ বাসটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-04-16 09:01:34