ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ কমিটিতে খালেদা জিয়ার যাওয়ার প্রশ্নই আসে না: আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
অবৈধ কমিটিতে খালেদা জিয়ার যাওয়ার প্রশ্নই আসে না: আনোয়ার

ঢাকা: সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, ‘এই অবৈধ কমিটিতে খালেদা জিয়ার যাওয়ার প্রশ্নই আসে না। ’

গত দু’তিন দিন ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তার মতামত নেবে বলে যে খবর বেরিয়ে আসছিলো তার  পরিপ্রেক্ষিতেই তিনি একথা বলেন।



এমকে আনোয়ার শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনে বিশেষজ্ঞ, রাজনীতিক, বিশিষ্ট নাগরিকদের নিয়ে কমিশন গঠন করা যেতে পারতো। কিন্তু সেটি না করে একটি বিশেষ কমিটির নামে এক দলীয় একটি কমিটি গঠন করে সেখানে মতামত দেওয়ার কথা বলা হচ্ছে। আমি মনে করি, এ কমিটিটাই অবৈধ। এ অবৈধ কমিটিতে যাওয়ার প্রশ্নই আসে না।

এমকে আনোয়ার বলেন, ‘মতামত নিতে চাইলে রাস্তায় আসুন। লুকোচুরির কোনও জায়গা নেই। ’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি না এ বিষয়টি নিয়ে উত্থাপিত প্রশ্ন সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধানে কোনটি থাকবে আর কোনটি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। সাহস থাকলে গণভোটে যান। রাষ্ট্রধর্ম ইসলাম, আল্লাহর ওপর পূর্ণ আস্থা- বিশ্বাস, বিসমিল্লাহ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে থাকবে কি না সে সিদ্ধান্ত জনগণই নেবে । ’

তিনি বলেন, ‘এখন বলা হচেছ-পঞ্চম সংশোধনী বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ৫ম সংশোধনীতে পরিবর্তন হওয়া ৪৩টি অনুচ্ছেদের মধ্যে ১০টি বাতিল করার কথা বলা হয়েছে। বাকি ৩৩টি অনুচ্ছেদ জনস্বার্থে বহাল রাখার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তাহলে ৫ম সংশোধনী বাতিল হলো কোথায়?’

তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি- আওয়ামী লীগ ‘৭২ এর সংবিধানে কোনদিনও ফিরে যেতে পারবে না এবং ৫ম সংশোধনী সম্পূর্ণ বাতিল করতে পারবে না। কারণ, ’৭২ এর সংবিধান সংশোধন করেই ভারতকে বেরুবাড়ি দেওয়া হয়েছিলো। ‘৭২ এর সংবিধানে ফিরে যেতে হলে বেরুবাড়ি ফেরত আনতে হবে। ’

নাগরিক ফোরাম সভাপতি আব্দুল্লাহ হেল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তৃতা করেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।