ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ২৫ এপ্রিল মিটারবিহীন অটোরিক্সার বিরুদ্ধে অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামে মিটারবিহীন সিএনজিচালিত অটোরিক্সার বিরুদ্ধে ২৫ এপ্রিল অভিযান শুরু করছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

এ সময়ের মধ্যে সব সিএনজি অটোরিক্সায় নতুন মিটার স্থাপন, পুরনো মিটার সংস্কার করে নতুন ভাড়া সংযোজনের সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছে ট্রাফিক বিভাগ।

মিটার সংস্কার বা সংযোজনের বিষয়টি নিশ্চিত করতে রোববার থেকে মাঠে নামছে পুলিশ।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার শাহরিয়ার আলী বাংলানিউজকে বলেন, ‘নগরীতে চলাচলকারী ৮০ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সায় মিটার সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে আশা করছি বাকিগুলোরও হবে। ’

শনিবার এই অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সব অটোরিক্সায় মিটার সংস্কারের কাজ সম্পন্ন না হওয়ায় শনিবার ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বৈঠক করে নতুন সময় নির্ধারণ করেন।

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নগরীতে চলাচলকারী সিএনজি অটোরিক্সায় প্রথম এক কিলোমিটার ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার সাত টাকা হারে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়ায় সিএনজি অটোরিক্সার মালিক-চালকদেরও সমর্থন পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad