bangla news

মৌলভীবাজারে পিটিয়ে মেছোবাঘ হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-১৬ ৬:৫৩:৫২ এএম

মৌলভীবাজারের রাজনগরের সাকেরা চা বাগানে মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরের সাকেরা চা বাগানে মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সাকেরা চা বাগানের শ্রমিক নারায়ণ গৌড় বাংলানিউজকে জানান, এক মাসে বাগানের বিভিন্ন শ্রমিকের সাতটি ছাগল ধরে খেয়ে ফেলে ওই মেছোবাঘটি। শনিবার বেলা ১টার  দিকে বনাঞ্চল থেকে খাদ্যের খোঁজে নেমে আসা মেছোবাঘটি একটি ছাগল ধরে নেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা বাঘটিকে পেটাতে থাকে। একপর্যায়ে বাঘটি মারা যায়।

মৌলভীবাজারের রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-04-16 06:53:52