ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবি’র গ্রীষ্মকালীন ছুটি শুরু ১৭ এপ্রিল

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের অবকাশ শুরু হচ্ছে ১৭ এপ্রিল। এই ছুটি ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে।

অফিস বন্ধ থাকবে ১ মে থেকে ৬ মে পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল থেকে ৩১ শে পর্যন্ত শুধু ক্লাস বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।   এরপর ৮ মে থেকে আবারও ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের অফিস খুলবে।

রোববার থেকে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হলেও এবার কোনো আবাসিক হল বন্ধ থাকবে না।

শিক্ষার্থীরা যাতে পড়াশুনা করতে পারে এই কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৬ টি হলই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

্এরই মধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।