ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে শনিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি আহত নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সাবেক ইউপি মেম্বর আব্দুল ওয়াহিদ ও গ্রাম্য মাতব্বর আছাদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।

এরই জের ধরে শনিবার সকাল ১০টায় দু’দলের সমর্থকরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় কমপক্ষে ৩০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ফরিদুর রহমান (৩৫), আমিনুল ইসলাম (২৫), পান্নু (২৮), নজরুল ইসলাম (২৫), শামসুল  ইসলাম (৫০), জামিরুল (২৪), সেলিম হোসেন (২২), ইমদাদুল ইসলাম (৪০) ও হাওয়া বিবিকে (৫০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি এস এম শামসুল হক বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।