ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় আল্লাহর দলের ২৪ সদস্য ৩ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

গাইবান্ধা: গাইবান্ধায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৪ সদস্যকে সোমবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মুখ্য বিচারিক হাকিম মোঃ জালাল উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেছেন।



রোববার গ্রেফতারকৃতদের জিঞ্জাসাবাদের জন্য গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে দশদিনের রিমান্ড চাওয়া হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনে তাদের তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। ’

গত শনিবার সকালে সদর উপজেলার রথেরবাজার পশ্চিমপাড়া গ্রামের আলহাজ্ব ময়েন উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় আল্লাহর দলের এই ২৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

এর পর সদর থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শনিবারের বৈঠকে আশেপাশের জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা জড়ো হয় বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।