ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট প্রশিক্ষণ শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
সুনামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জ: এটাও ক্রিকেট খেলা, তবে টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টি নয়, এর ধরণটা একটু ভিন্ন।

এখানে খেলোয়াড়রা বল দেখতে পায় না।

ক্রিকেট বলের ভেতরে ভরা থাকে ঝুনঝুনি। বল ছোটে ঝুমঝুম শব্দ করে। বল গড়িয়ে মাঠের যেদিকে যায়- শব্দ অনুসরণ করে ফিল্ডাররা সবাই সে দিকেই ছুটে চলে। ব্যাট্সম্যানও বলের ঝুনঝুনির শব্দ বুঝে সজোরে ব্যাট হাঁকিয়ে বলকে বানাচ্ছেন ছক্কা-চার বা এক-দুই।

তবে এই ক্রিকেট যারা খেলেন তারা বল কেন, কোনও কিছুই চোখে দেখে না- এতে দেখা নয়- শোনাটাই মূখ্য। কারণ খেলোয়াড়রা সবাই দৃষ্টি প্রতিবন্ধী।

সুনামগঞ্জে শনিবার এ ধরণেরই একটি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে দৃষ্টি প্রতিবন্ধীরা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ফয়জুর রহমান। ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (ভার্ড) এর ব্যবস্থাপনায় ও সাইটসেভার্স ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার দৃষ্টি প্রতিবন্ধীরা অংশ নিচ্ছন।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের অধিনায়ক হাফিজুর রহমান বুলেট ৩৯ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝ থেকে বাছাই করা ২২ জনকে এ প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রশিক্ষণ শুরুর আগে সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তুরন মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফয়জুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সালমা রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভার্ডের ডেপুটি ডিরেক্টর আশিকুর রহমান। এ সময় ভার্ডের সহকারী পরিচালক ফারুক আহমদ, সাইটসেভার প্রোগ্রাম ম্যানেজার রিফাত ছিপার খান ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের অধিনায়ক হাফিজুর রহমান বুলেট প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, এশিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট র‌্যাংকিংয়ে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।