ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় আল্লাহর দলের ২৪ সদস্য ৩ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

গাইবান্ধা: গাইবান্ধায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৪ সদস্যকে ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার গ্রেফতারকৃতদের জিঞ্জাসাবাদের জন্য গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে দশদিনের রিমান্ড চাওয়া হয়।

মুখ্য বিচারিক হাকিম মোঃ জালাল উদ্দিন তাদের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আকবর হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে বলেন, গত শনিবার সকালে সদর উপজেলার রথেরবাজার পশ্চিমপাড়া গ্রামের আলহাজ্ব ময়েন উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় আল্লাহর দলের ২৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৩ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।