ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় র‌্যাবের অস্ত্র উদ্ধারের তদন্ত রিপোর্ট জমা দিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: সাতীরায় র‌্যাবের কথিত অস্ত্র উদ্ধার ঘটনার তদন্ত রিপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রোববার এ নির্দেশ দেন।



সাতীরার সদর উপজেলার আওয়ামী লীগ নেতা শফিকুলকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তারের চেষ্টা ও জনগণের প্রতিরোধে তার মুক্তির খবর গত ২৩ মে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। এ ঘটনার তদন্ত চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ গত ২৬ মে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করে। ওই দিন হাইকোর্ট এ নিয়ে রুল জারি করে এবং ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।

তদন্ত রিপোর্ট দাখিলের জন্য আদালত ১০ দিন সময় বেধে দিলেও এখন পর্যন্ত তা দাখিল করা হয়নি। রোববার হাইকোর্ট আবারো এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

এসময় রিট আবেদনকারীর পে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫২ ঘণ্টা, জুলাই ২৫ ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।