ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘সুষম পরিকল্পনা ছাড়া ঢাকাকে বাঁচানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: ঢাকাকে বাঁচাতে সবার আগে প্রয়োজন নদীভিত্তিক নগর পরিকল্পনা। সুষম পরিকল্পনা নেওয়া না হলে এ শহর একদিন বসবাস অনুপযোগী হয়ে পড়বে।



রোববার রাজধানীতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ অভিমত দেন।

এতে ‘ডিজাইনিং ঢাকা: ইলুশনস অ্যান্ড ভিশন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্কিটেকচারের চেয়ারম্যান ও সহযোগী প্রভাষক ড. কাজী খালিদ আশরাফ।

মূল প্রবন্ধে তিনি বলেন, ‘ঢাকা আজ পৃথিবীর বসবাস অনুপযোগী শহরের একটি। যে শহর ছিল অপার সম্ভাবনা ও স্বপ্নের, আজ তা অভিশাপের নগরী। অনিয়ম, মিথ্যা আশাবাদ ও অপরিকল্পিত বিশাল অবয়ব নিয়ে এ শহরের ভবিষ্যৎ আজ লক্ষ্যহীন। ’

মূল প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘ঢাকাকে একটি পরিকল্পিত নগরী করার চেষ্টা বারবার ব্যর্র্থ হয়েছে। ’

তিনি জানান, ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রথম পরিকল্পনা তৈরি করেছিলেন প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খান। তিনি মারা যাওয়ায় এটি আলোর মুখ দেখেনি। বর্তমানে সেই পরিকল্পনা শিকাগো শহরে সংরক্ষিত আছে। এছাড়া ১৯৮০ সালে তৈরি পরিকল্পনাটি সে সময়ের সরকার বাতিল করে।

জামিলুর রেজা আরও বলেন, ‘ড্যাপে ঢাকাকে সাজানোর জন্য ২৫ থেকে ৩০ বছর সময় নির্ধারণ করা হয়েছে। ’

ভূ-তত্ত্ব ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ড্যাপ নিয়ে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজউক, ব্যবসায়ী, পরিবেশবিদ, এনজিও, পেশাজিবী সংগঠনসহ সবাই রাজনীতি করছেন। ’

সেন্টার ফর স্টাডিজ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময় ২০৪৮, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।