ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগজ্ঞ বিদ্যুৎকেন্দ্রে যোগ হচ্ছে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: আশুগজ্ঞ বিদ্যুৎকেন্দ্রে নতুন করে ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম একটি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এজন্য রোববার একটি চুক্তি হয়েছে।



আশুগজ্ঞ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ (রোববার) দুপুরে তোপখানারোডে আশুগজ্ঞ পাওয়ার স্টেশনের লিয়াজোঁ কার্যালয়ে স্পেন ভিত্তিক কোম্পানি পিএসকে’র সঙ্গে একটি চুক্তি হয়েছে। ’
 
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কেন্দ্র নিমার্ণ করা হবে জানিয়ে আব্দুল খালেক আরও বলেন, ‘আগামী ৭ মাসের মধ্যে এই কেন্দ্রটি উৎপাদনে আসবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ শ’ কোটি টাকা। ’

নতুন কেন্দ্রটি উৎপাদনে এলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মোট উৎপাদন ৬৫০ মেগাওয়াটে দাঁড়াবে।

চুক্তিতে আশুগজ্ঞ পাওয়ার স্টেশন কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ) সোহরাব আলী খান এবং পিএসকে’র পক্ষে অ্যালফোনসো।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।