ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৃহকর্মী নূরজাহান হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
গৃহকর্মী নূরজাহান হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: গৃহকর্মী নূরজাহান (১৩) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও মানবাধিকার সংগঠনসমূহের নেটওয়ার্ক গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক (ডিডব্লিউআরএন)।

রোববার রাজধানীর শাহবাগে এ মানববন্ধন হয়।



এতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর সমন্বয়কারী সৈয়দ সুলতানউদ্দিন আহম্মদসহ মানবাধিকার সংগঠন ও ট্রেড ইউনিয়নের নেতারা অংশ নেন।

নূরজাহানকে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আহবান জানান।
 
উল্লেখ্য, রাজধানীতে এক উপ-সচিবের বাসায় নির্যাতিত গৃহকর্মী নূরজাহান গত ১৪ জুলাই মৃত্যুবরণ করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।