ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পয়লা বৈশাখ উদযাপনের টাকা না পেয়ে পাবনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
পয়লা বৈশাখ উদযাপনের টাকা না পেয়ে পাবনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পাবনা: পহেলা বৈশাখ উদযাপনের জন্য টাকা চেয়ে না পেয়ে পাবনার সাঁথিয়া উপজেলায় বুধবার দুপুরে বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী নার্গিস (১৪)।

নার্গিস উপজেলার শহীদনগর গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

সে পাইকরহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের প্রতিবেশী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নার্গিস তার বাবার কাছে সকাল ৯টার দিকে পরীক্ষার ফিস বাবদ ১৫০ টাকার সঙ্গে পহেলা বৈশাখ পালনের জন্য অতিরিক্ত ৫০ টাকাসহ মোট ২০০ টাকা চায়।

কিন্তু দরিদ্র কৃষক পিতা তা দিতে অপারগতা প্রকাশ করে তাকে গালমন্দ করে। এ ঘটনায় পিতার ওপর অভিমান করে নার্গিস বুধবার দুপুর ১২টার দিকে ঘরে রাখা কীটনাশক পান করে।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী বাংলানিউজকে জানান, ‘ঘটনাটি আমাদের জানা নেই। ’

বালাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ