ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

চট্টগ্রাম:  চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার টাইগার পাস মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত এবং ১০ জন  জন আহত  হয়েছে।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।



দুর্ঘটনার পর টাইগারপাস মোড় সংলগ্ন চারটি সড়কে আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের নাম আলমগীর মিঞা (৪২)। তিনি নগরীর বন্দর থানার পোর্ট কলোনির জালাল মিঞার ছেলে।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাখাওয়াত হোসন বাংলানিউজকে জানান, সাত নম্বর রুটে’র সিটি সার্ভিসের চট্ট মেট্রো-জ১১-৫৬৫ নম্বরের বাসটি টাইগারপাস থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলো। ব্রিজে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ডের উপর উল্টে যায়। এতে বাসের ১১ জন যাত্রী আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মিঞা মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।