ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

ঢাকা: সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সমান বাড়িভাড়া, উৎসব বোনাস, মেডিকেল ভাতা, নিয়মিত ইনক্রিমেন্ট, ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান ও শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

বুধবার রাজধানীর মুক্তাঙ্গণে এক সমাবেশে সমিতির নেতারা এই দাবি জানান।



শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, প্রধান উপদেষ্টা চৌধুরী খুরশীদ আলম, আলী আহমেদ, আলী আজগর হাওলাদার, আবুল কাশেম ও অনি হালদার প্রমুখ।

আতিয়ার রহমান বলেন, ‘শিক্ষকরা ছাত্রদের শিক্ষা দেন। দেশ ও জাতি গঠনে তারা নিরলস কাজ করেন। কিন্তু তারা যে পরিশ্রম করেন সেই অনুপাতে ন্যায্য সুযোগ-সুবিধা পান না। তাই আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষে রাজপথে নেমেছি। ’

সমাবেশ শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মুক্তাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।