ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

ফরিদপুর: ফরিদপুরে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে বুধবার সকালে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

ভাংগা থানার উপ-পরিদর্শক মো. সালাম বাংলানিউজকে জানান, দেওড়া গ্রামের আমীর মল্লিকের পুকুর খননকালে মূতির্টি মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া যায়।

  বুধবার সকালে তিনি পুলিশকে বিষয়টি জানান। বিষ্ণু মূর্তিটি দৈর্ঘ্যে ৩ ফুট ও প্রস্থ্যে ১ ফুট। মূর্তিটি নানা ধরনের কারুকাজ খচিত।

মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।