ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার হাত-পা বিচ্ছিন্ন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক বেলুন বিক্রেতার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার বেলা ১০ টার দিকে ক্যাম্পাস সংলগ্ন কাজলা গেটে এ ঘটনা ঘটে।


 
আহত ওই ব্যক্তির নাম জিলুক (৪০)। তার বাড়ি নগরীর বেলদার গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিলুক প্রতিদিনের মতো বুধবারও বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বেলুন বিক্রি করার জন্য আসে। বেলুন ফোলানোর জন্য গ্যাস চালু করতে গেলে হঠাৎ তা বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত এবং বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তাকে মারাত্মক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রাকেম) ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।